গাজা-মিশর রাফাহ ক্রসিংয়ে ইসরায়েল ফের বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মিশরীয় গণমাধ্যম। মিশরের একটি সূত্র মাদর মাসরকে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এটি দ্বিতীয় হামলা।
ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনিদের গাজা ছেড়ে মিশরে চলে যাওয়ার কথা বলার পর প্রথম বোমা হামলার ফলে ক্রসিং দিয়ে চলাচল বাধাগ্রস্ত হয়। তবে প্রথম হামলার কয়েক ঘণ্টা পর এটি আবার খোলা হয়।
এর আগে হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছেড়ে মিশরে চলে যাওয়ার পরামর্শ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, ‘রাফাহ ক্রসিং এখনও খোলা আছে। বিদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যে কেউ বের হতে পারে, আমি তাদেরকে গাজা ত্যাগ করার পরামর্শ দেব।