বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল ৫ টার দিকে সুতালড়ী গ্রামের জলিল বয়াতীর ছেলে কামরুল ইসলাম বয়াতীকে (৪০) তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কামরুলকে গাঁজাসহ আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।