এবার লেবাননেও হামলা চালাল ইসরায়েল

0

হেলিকপ্টার ব্যবহার করে এবার লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে নিয়োজিত জাতিসংঘের বিশেষ বাহিনী জানিয়েছে, তারা আল বুস্তান এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শনাক্ত করেছে। 

লেবাননের এই সংগঠন এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েল অধিকৃত লেবাননের শেবা খামারের তিন অবস্থানে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।’

তারা আরও জানায়, হিজবুল্লাহ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে ‘একাত্মতা’ ঘোষণা করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here