গত ৭ অক্টোবর (শনিবার) অসি বাংলা সিস্টারহুড এর মিলনমেলা উৎসবমুখর পরিবেশে মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে অনুষ্ঠিত হয়। প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে মুখরিত ছিল এই প্রাণের মেলা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল অলব্রাইট ইন্সটিটিউট।
অস্ট্রেলিয়া আর বাংলাদেশের জাতীয় সংগীতের সাথে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেজুতি এবং ড: জান্নাত। স্বাগত বক্তব্য দেন অসি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস।
অসি বাংলা সিস্টারহুড অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাংলাদেশী নারী সংগঠন, যার অনলাইন গ্রুপের সদস্য সংখ্যা ১৩ হাজারের চেয়েও বেশি। কিছুদিন আগে সিডনিতেও উৎসবমুখর পরিবেশে বিপুল অতিথির উপস্থিতিতে মিলনমেলার আয়োজন করেছিলো অসি বাংলা সিস্টারহুড।