নিলামে ২৮ টন মহিষের মাংস বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস

0

ভারত থেকে আমদানি করা ২৭ হাজার ৯৮০ কেজি (প্রায় ২৮ টন) মহিষের মাংস আজ সোমবার সকালে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।

মাংস বিক্রির বিষয়টি ব্যাপক প্রচারণার জন্য রবিবার (০৮ অক্টোবর) চট্টগ্রাম কাস্টমসের নিলাম কার্যালয়ের দুই কিলোমিটার এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করে কাস্টমস কর্তৃপক্ষ। বিশেষ করে বাজার এলাকাগুলোতে প্রচারণায় প্রাধান্য দেয় সংস্থাটি।

চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী জানান, আগামী ডিসেম্বর পর্যন্ত বাফেলো মিটের মেয়াদ রয়েছে। যেহেতু এটি পচনশীল পণ্য, তাই স্পট নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। নিলামের বিষয়ে রোববার কাস্টমসের নিলাম শাখার পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করা করা হয়। আশা করি সোমবারের নিলামে ফ্রোজেন মিট বিক্রি হয়ে যাবে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. বদরুজ্জামান মুন্সি বলেন, সাধারণ নিলামে সাধারণত মাইকিং করা না হলেও প্রকাশ্য নিলামে মাইকিং করা হয়। এতে যেমন নিলামে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ে, তেমনি প্রতিযোগিতামূলক দর পাওয়ারও সুযোগ থাকে। এ জন্যই মহিষের মাংস যাতে নিলামে বিক্রি হয়, সে জন্য বন্দর এলাকার আশপাশে মাইকিং করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here