নানা আয়োজনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে নেত্রকোনায় পোস্ট অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিসহ লিফলেট বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেরিবাজার পোস্ট অফিসের নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, প্রধান ডাকঘরের মাস্টার শাহেদুন্নাহার ও মোহনগঞ্জ অঞ্চলের আবু হেনা মুনাসিফ করিম। র্যালির সঙ্গে সঙ্গে জনসচেতনতামূলক মাইকিং ও স্লোগান দিতে দিতে র্যালিটি নিজ কার্যালয়ে পৌঁছে।