পূর্ব ভূমধ্যসাগরে নৌবাহিনীর রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠিয়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই বক্তব্য দিয়েছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, আমাদের জনগণ বা প্রতিরোধ এতে বন্ধ হবে না। আমরা আমাদের জনগণ এবং আমাদের পবিত্র স্থানগুলো রক্ষা করবো।
লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও হামাসের তীব্র লড়াইয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে। দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। ইসরায়েলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়নের জেরে এই হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজা ভূখণ্ডের যে অংশটুকু এখন পর্যন্ত টিকে আছে, ইসরায়েলের হাত থেকে হামাসই তা রক্ষা করে আসছে।
ইসরায়েলকে সহায়তার প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউএসএস জেরার্ল্ড আর. ফোর্ড’ বিমান রণতরী, একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অঞ্চলটির উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন যুদ্ধবিমানও পাঠানো হবে।
হোয়াইট হাউজ জানিয়েছে, প্রয়োজনে আগামীতে আরও সামরিক সহায়তা পাঠানো হবে ইসরায়েলকে। পরিস্থিতি কোনভাবেই যেন ইসরায়েলের শত্রুরা নিতে না পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।