ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের ফলেই ভয়াবহ এই যুদ্ধ: ইসরাইলি এমপি

0

 ইসরায়েল সরকারকে পূর্বেই দেশটির একজন আইনপ্রণেতা সতর্ক করে বলেছিলেন ফিলিস্তিনিদের ভূখণ্ড অবৈধভাবে দখলের পরিণাম ভয়াবহ হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দখলদারিত্বের নীতিতে পরিবর্তন আনেননি বলে জানিয়েছেন তিনি।

রবিবার সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইসরায়েলের সংসদ নেসেটের বামপন্থী জোট হাদাশের সদস্য ওফার ক্যাসিফ।

বামপন্থী জোট হাদাশের সদস্য ওফার ক্যাসিফ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার যদি ফিলিস্তিনিদের প্রতি নীতিতে পরিবর্তন না আনে, তাহলে পরিস্থিতির বিস্ফোরণ ঘটবে বলে সতর্ক করেছিলাম। তিনি বলেন, আমরা নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা ও বিরোধিতা করি। ইসরায়েলি সরকারের বিপরীতে এর অর্থ হলো আমরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো হামলারও বিরোধিতা করি। আমাদের অবশ্যই সেই ভয়ানক ঘটনা (আক্রমণ) এবং চলমান দখলদারিত্বের বিষয়গুলো নিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে।’

ক্যাসিফ আরও বলেন, ‘ইসরায়েল সরকার ফ্যাসিবাদী সরকার। ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলকে সমর্থন দিয়ে উৎসাহ এবং নেতৃত্ব দেয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চলছে। ফিলিস্তিনিদের রক্তে এটা স্পষ্টভাবে দেয়ালে লেখা আছে। দুর্ভাগ্যবশত এখন ইসরায়েলিদেরও একই দশা হতে চলেছে।

ক্যাসিফ বলেন,  নেতানিয়াহু ইসরায়েলি নাগরিকদের মঙ্গল চায় না, অধিকৃত অঞ্চলের ফিলিস্তিনিরা দূরের কথা। তিনি শুধু ক্ষমতায় থাকতে আগ্রহী। মামলা থেকে রেহাই পেতে শুধু জেলের বাইরে থাকতে চায়। এটিই একমাত্র প্রেরণা ও উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here