রহস্যময়ীর সঙ্গে সালমান খানের ছবি ভাইরাল, নানা গুঞ্জন

0

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সালমান খান। বর্তমানে বয়স তার ৫৭ ছুঁইছুঁই, কিন্তু এখনও ‘সিঙ্গল’। কবে বিয়ে করবেন সালমান খান? এই নিয়ে এক সময় সংবাদমাধ্যমের প্রশ্নের অন্ত ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কৌতুহল কমেছে। এরই মধ্যে তিনি বলিউডের চিরকুমার তকমা পেয়ে গেছেন।

তবে জীবনে প্রেম আসেনি, এমনটা নয়। বারবার প্রেমে পড়েছেন সালমান খান। তবে সফল হতে পারেননি। রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রহস্যময়ী এক নারীর সঙ্গে ছবি পোস্ট করলেন সালমান খান। ছবির ক্যাপশনে জল্পনা উস্কে দিলেন অভিনেতা। 

অনেকেই এই ছবি দেখে নানা ধরনের জল্পনা শুরু করেছেন। তবে একটা বড় অংশের অনুমান, এই নারী অভিনেতার ভাগ্নি আলিজেহ খান অগ্নিহোত্রী। সালমান খানের প্রযোজনা সংস্থা অসংখ্য নতুন অভিনেতা অভিনেত্রীদের বলিউডে সুযোগ করে দিয়েছে। যাদের মধ্যে অন্যতম হলেন- সোনাক্ষী সিনহা। এবার সুহানা খান, খুশি কাপুরদের সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতার বড় বোন আলভিরা খানের মেয়ে আলিজেহ। সালমান খান ফিল্মসের ব্যানারে তৈরি হওয়া ছবি ‘ফ্যারে’র হাত ধরে বলিউডে পা রাখছেন। ইতোমধ্যেই সেটার টিজার প্রকাশ্যে এসেছে। এবার কি তার ট্রেলার প্রকাশ্যে আসছে? তার আগে এটা কি নতুন প্রচার কৌশল সালমানের! তা সময়ই বলে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here