জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাজীপুর জেলায় ১ লক্ষ ৮৮ হাজার ৮৪৫ জন কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে। এরমধ্যে পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ১৪২ জন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীর সংখ্যা ৪ হাজার ৭০২।
আগামী ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের এবং ৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের ওই টিকা দেওয়া হবে। এ কর্মসূচির এবার প্রতিপাদ্য ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’।
গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো. খায়রুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, সিভিল সার্জন কার্যালয়ের জেলা ইপিআইয়ের সাবেক সুপারেনন্টেডেন্ট মো. আমজাদ হোসেন। সভায় তথ্যচিত্র উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারভিলেন্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা: লী শান্তা মন্ডল।
সভায় জানানো হয়, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে জরায়ু ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। মরণঘাতী এ রোগে দেশ প্রতি বছর প্রতি লাখে ৪ হাজার ৯৭১ জন মহিলা মৃত্যুবরণ করেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপি পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার এক ডোজই যতেষ্ঠ। ছাত্রী ও ওইসকল কিশোরীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। টিকা পেতে www.vaxepi.gov এই ঠিকানায় নিবন্ধন করতে হবে।
সভায় আরো জানানো হয়, টিকা প্রদানের আওতায় রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকায় ৮৪ হাজার ৬২০ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষার্থী ৯৯ হাজার ৫২২ জন ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী সিটি কর্পোরেশন এলাকায় ৩ হাজার ৪২৫ জন ও বিভিন্ন উপজেলায় ১ হাজার ২৭৭ জন।