চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে বিলকিস বেগমের অনৈতিক কাজে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মোবারক হোসেন (৬০) নামে ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। ওই হত্যার ঘটনায় ৫ জন আসামীকে আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। সেই সাথে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রবিবার বিকেলে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক এই রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুুর গ্রামের মন্তি খার ছেলে মোস্তফা (২৫) ও মিলন হোসেন (২৩), আব্দুর রহিমের স্ত্রী বিলকিস বেগম (৪০), তার ছেলে রিপন হোসেন (২৪) ও সাদ্দাম হোসেন (২৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি ১০ বছরের অধিক সময় চলাকালীন আদালত ১৩ জনের স্বাক্ষ্যগ্রহন করেন। স্বাক্ষ্য গ্রহন ও মামলার নথি পর্যালোচনা এবং আসামীরা অপরাধ শিকার করায় বিচারক এই রায় প্রদান করেন। রায়ের সময় আসামী বিলকিস, সাদ্দাম ও মোস্তফা উপিস্থত ছিলেন এবং আসামী মিলন ও রিপন হোসেন পলাতক।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. সানাউল্যাহ।