সংঘাতময় ইসরায়েলে দুই ইউক্রেনীয় নাগরিক নিহত

0

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। এদিকে, সংঘাতময় ইসরায়েলে দুই ইউক্রেনীয় নাগরিক মারা গেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

রবিবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো।

তিনি আরও বলেন, ‘কনস্যুলেট নিহতদের আত্মীয়দের সাথে যোগাযোগ করছে।’

এদিকে, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের বিমান হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৩১৩ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে অর্ধেকই বেসামরিক নাগিরক। 

প্রসঙ্গত, গতকাল শনিবার (৭ অক্টোবর) গাজা উপত্যকা থেকে হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করেন। এরপর সেখানে তারা হামলা চালানো শুরু করলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বেধে এ হতাহতের  ঘটনা ঘটে।

সূত্র : এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here