বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক ‌‘ফ্যামিলি ডিসটেন্স’

0

বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক ‘ফ্যামিলি ডিসটেন্স’। প্রচারিত হচ্ছে প্রতি শনিবার, রবিবার ও সোমবার রাত ৯.২০ মিনিটে। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি যোহর, ওয়াহিদা মল্লিকা জলি, চিত্রলেখা গুহ, সাবেরি আলম, শফিক খান দিলু, হারুনুর রশিদ বান্টি, শাহেদ শরিফ খান, হাসান জাহাঙ্গীর, আশিক চৌধুরী, চাঁদনী, তারিক স্বপন, সিয়াম নাসির, অনন্য অনু, আইবি নূর, নিঝুম রুবিনা, শরীফ সরকার, সাবরিনা সুইটি প্রমুখ।

নাটকের গল্প সম্পর্কে বলতে গিয়ে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, টাকা হলেই জীবনের সুখ আসে না। সম্পর্ক টিকে থাকে না। কোনো না কোনো কারণে সমাজ এবং সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ। কেন এবং কী কারণে সমাজ থেকে, পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে-ডিসটেন্স তৈরি হচ্ছে-তারই প্রতিফলন ঘটবে এই দীর্ঘ ধারাবাহিক নাটকে। যা দর্শক নন্দিত হবে বলে আমার বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here