ডিক্যাপ্রিওকে ভুলে কার সঙ্গে ঘুরছেন গিগি হাদিদ

0

চলতি বছরের শুরুতে শোনা গিয়েছিল আমেরিকান সুপার মডেল গিগি হাদিদ প্রেমে পড়েছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর। তখন থেকে বিভিন্ন সময় একসঙ্গে দেখাও গিয়েছিল তাদের। এই সুপার মডেলের মায়ের সঙ্গেও দেখা করেছিল লিওনার্দো। সম্পর্ক নিয়ে তখন তারা নিজেরাও কিছু বলেননি।

তবে তাদের সেই সম্পর্ক টেকেনি। এবার আরেকজনের সঙ্গে ডেট করতে দেখা গেল গিগি হাদিদকে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি অভিনেতা-নির্মাতা ব্র্যাডলি কুপারের সঙ্গে নিউ ইয়র্ক শহরের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন গিগি। সে সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তারা। 

উল্লেখ্য, ২০২২ সালে ব্রিটিশ গায়ক জায়ান মালিক ও আমেরিকান মডেল গিগি হাদিদের সম্পর্কের বিচ্ছেদ হয়। এই জুটির ছোট একটি কন্যা সন্তানও আছে। অন্যদিকে একাধিক প্রেমে জড়িয়েছেন ব্র্যাডলিও। ২০০৭ সালে স্ত্রী জেনিফার এসপোসিতোর সঙ্গে বিচ্ছেদের পর তিনি সুকি ওয়াটারহাউজের প্রেমে পড়েন। তারপর ইরিনা শাইকের সঙ্গেও ডেট করেন ব্র্যাডলি। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here