চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগ নেতা বহিষ্কার

0

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুলকে তার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কৃষক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত পত্রে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের গত ৫ ডিসেম্বর জেলা কৃষক লীগের সম্মেলন শেষে রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সদর ৩ আসনের এমপি আব্দুল ওদুদ এমপির বাড়িতে হামলা চালানোর ভিডিও ফুটেজসহ অভিযোগ হলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু মেসবাউল হক টুটুল কোন উত্তর দেননি। এছাড়াও বিগত রমজান মাসের ২৭ রমজান যুবলীগ নেতা খাইরুল ইসলাম জেমকে প্রকাশ্য দিবালোকে হত্যার অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে আসে। পরিপ্রেক্ষিতে সংগঠনের ২৪ এর (ক)  ধারায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে কৃষক লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে ওই মামরায় তিনি কারাগারে রয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here