সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৯৮টি। এতে নিহত হয়েছেন ৩৯৪ জন এবং আহত হয়েছেন ৭৮৩ জন। নিহতদের মধ্যে নারী ৪৮ জন এবং ৫৩ জন শিশু রয়েছে। এছাড়া, ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন, যা মোট নিহতদের ৩৮ দশমিক ৩২ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে আজ সড়ক দুর্ঘটনা নিয়ে করা প্রতিবেদন প্রকাশ করে।