যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

0

নোয়াখালীর সোনাইমুড়িতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পর দাবিকৃত যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার সুমিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর লাশ শৌচাগারে ফেলে পালিয়ে যায় স্বামী মো. আবু ইউসুফ। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টায় সোনাইমুড়ি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন বলে জানান তিনি। গ্রেপ্তার আসামি আবু ইউসুফ কুমিল্লার নবীপুর গ্রামের মাওলানা মো. আবু মুছার ছেলে।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে সুমিকে বিয়ে করে আবু ইউসুফ। কিছুদিন আগে সুমির কাছে ১ লাখ টাকা দাবি করে সে। কিন্তু যৌতুকের টাকা দিতে না পারায় গত রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে মরদেহ শৌচাগারে ফেলে পালিয়ে যায় আবু ইউসুফ। এ ঘটনায় নিহতের ভাই আরাফাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here