ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার

0

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিনি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে ও গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলা, পৌর এলাকার শেরপুর ও সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ পৈরতলার আবু মিয়ার ছেলে শিশু মিয়া, কোড্ডা গ্রামের আইয়ূব আলীর ছেলে মো. জসিম মিয়া ও শেরপুরের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর প্রয়াত কুদ্দুস মিয়ার ছেলে হারুনুর রশিদ।

অপরদিকে গত বৃহস্পতিবার রাতে শেরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামী হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

তিনি আরো বলেন, হারুনুর রশিদের বিরুদ্ধে থানায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারের একটি মামলা ছিলো। ওই মামলায় ২০১৪ সালে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর হারুনুর রশিদ দীর্ঘ ৯ বছর পলাতক ছিল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here