ওষুধ রপ্তানি ২৬ শতাংশ বেড়েছে

0

বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধের চাহিদা দিন দিন বাড়ছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওষুধ রপ্তানি হয়েছে ৫ কোটি ২৬ লাখ ডলারের। গত বছরের একই সময়ের তুলনায় তা ২৫ দশমিক ৭৮ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওষুধ রপ্তানি হয়েছে ৫ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলারের। গত বছরের একই সময়ে এ খাতের রপ্তানি আয় ছিল ৪ কোটি ১৮ লাখ ডলার। গত বছরের চেয়ে এ বছর যে কৌশলগত রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে বেশি রপ্তানি হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ডলারের, রপ্তানি হয়েছে ৫ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলারের। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি হয়েছে ১১ দশমিক ২১ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, ঔষধ রপ্তানি গত তিন মাসে কিছুটা উন্নতি হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের মতো প্রধান রপ্তানি দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। তাই তারা ক্রমান্বয়ে ক্রয় আদেশ বাড়াচ্ছে। ফলে ওষুধ রপ্তানি বাড়ছে। তবে তারা বলছেন, রপ্তানি আয় এখনো গতি ফিরে পায়নি, কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা এখনো প্রকৃত দামের চেয়ে কম দাম দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here