ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) প্রতিশোধমূলক হামরা শুরু করবে। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা শুরু করে। এই হামলায় ৩০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।
ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি গাজার বাসিন্দাদের বলছি, এখনই সেখান থেকে বেরিয়ে আসুন, কারণ আমরা সর্বত্র এবং সর্বশক্তি দিয়ে কাজ করব।
তিনি বলেন, এই জয়ের মূল্য বহন করা খুব ভারী। এটা আমাদের সবার জন্য খুবই কঠিন একটা দিন।