১২ বছর বয়সের এক শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে বাগেরহাটের মোংলার আলহাজ্ব কোরবান আলী আলিম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো. রাসেলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দ্বীগরাজ এলাকা থেকে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে।
এর আগে শিশু ছাত্রকে তিন মাস ধরে বলৎকারের ঘটনায় ৫ অক্টোবর মোংলা থানায় মামলা করেন ওই ছাত্রের মামা। এরপর মাদ্রাসা থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক মো. রাসেল।