ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের পল্লব ঘোষ (৩০) নামের এক বাসচালক ফরিদপুরের মধুখালী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লব ঘোষ বিষয়খালী গ্রামের কানাই ঘোষের ছেলে। তিনি জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ৬২৯ নম্বর কার্ডধারী সদস্য।
নিহতের ভাই প্রবীর ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।