আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি করা হলো না সাকিব আল হাসানের।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮৯ বলে ৯৩ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেন সাকিব।
গ্রাহাম হিউমের বলে শট খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল নিচের কানায় লেগে চলে যায় উইকেটক্ষকের হাতে। জোরালো কটবিহাইন্ডের আবেদন। সে আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।
৮৯ বলে ৯ বাউন্ডারিতে ৯৩ রান করে ফিরে গেলেন সাকিব। তার আগেই অবশ্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক পূরণ করেন তিনি।