ভারতের কাছে বড় হারে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ

0

এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের। বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে ভারত।

শুক্রবার জিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ৯৬ রান তুলে বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ৯.২ ওভারে জয় নিশ্চিত করে ভারত।

এদিকে, ভারত স্বর্ণের লড়াইয়ে কাল মাঠে নামবে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। পারভেজ হোসেন ইমন (২৩), জাকের আলী (২৪*) ও রাকিবুল হাসান (১৪) ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাটিং লাইনআপ। 

ভারতের হয়ে সাই কিশোর ৩টি, ওয়াশিংটন সুন্দর ২টি এবং অর্শদ্বীপ সিং, তিলক ভার্মা, রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদ শিকার করেন একটি উইকেট।

বোলিংয়ে নেমে প্রথম ওভারেই যশস্বী জসওয়ালকে শূন্য রানে ফিরিয়ে জয়ের আশা জাগিয়ে তোলেন রিপন মণ্ডল। কিন্তু এরপর কেবলই তাণ্ডব চালালেন রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে দলকে ফাইনালে নিয়ে যান তারা। তিলক ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে অধিনায়ক রুতুরাজ অপরাজিত ছিলেন ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here