৩৬৪ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৬৪ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান। 

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোর থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১৩। এসময় তাদের কাছে ৩৬৪ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা এবং একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- শ্রী সনাতন বর্মনের ছেলে সুমন্ত সাগর রায় অন্তর (২০), আজিজুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মিঠুন (২৬), শ্রী ময়েশ্বর চন্দ্রের ছেলে শ্রী অনিত্য চন্দ্র জীবন (২১) তারা সকলেই লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে তিনজন লোক একটি পাথরবোঝাই ট্রাকে রংপুর থেকে বগুড়ার দিকে ফেন্সিডিল ও গাঁজা নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে যাচ্ছে। পরে রাত সোয়া ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার থানামোড়ের চার মাথা এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই তিনজন মাদক কারবারিকে আটকসহ  ট্রাকটি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদেরকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here