আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলেছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। অভিষেকে ৯২ রান করে আউট হয়ে আক্ষেপ নিয়ে সাজঘরের ফিরেন তিনি। দেশের হয়ে ওয়ানডে অভিষেকে এটাই সর্বোচ্চ রানের ইনিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫৫ বল খেলে নিজের প্রথম ম্যাচেই অর্ধ শতক তুলে নিয়েছিলেন এই তরুণ ব্যাটার। এরপর ৮৫ বলে ৯২ রান করে নার্ভাস নাইন্টিতে কাটা পড়েছেন।
এর আগে বাংলাদেশের হয়ে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল নাসির হোসেনের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। এবার তাকে সরিয়ে শীর্ষে উঠে গেলেন হৃদয়।
এর আগে চলতি মাসেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তৌহিদ হৃদয়ের।
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার হৃদয়। এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ গত বছরের আগস্টে অভিষেক হয়েছিল ইবাদত হোসেনের। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।