দু’জন অচেনা তরুণ-তরুণীর দেখা হলো বিদেশে। হলো পরিচয় তারপর বন্ধুত্ব। কিন্তু মজার ব্যাপার, কেউ কারো নাম জানেন না। তাদের এই পরিচিতি কি পরিণত হবে পরিণয়ে? জানতে দেখুন দারুণ এক রোমান্টিক মুভি ‘হ্যালো স্ট্রেঞ্জার’। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডি এই সপ্তাহে তাদের দর্শকদের জন্য নিয়ে এসেছে থাইল্যান্ডের জনপ্রিয় এই মুভিটি।
ছবিটির মূল ভাষা থাই হলেও বঙ্গ বিডি এটির অফিসিয়াল বাংলা সংস্করণ এনেছে। ভিন্নধারার এই রোমান্টিক ছবিটি ইতোমধ্যেই দর্শকের কাছে বেশ ভালো সাড়া পাচ্ছে। ছবিতে কোরিয়ায় বেড়াতে যাওয়া দু’জন তরুণ-তরুণীকে ঘিরে এই মিষ্টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। যা দর্শকের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পাবে আশা করছে বঙ্গ ছবিটি আজ ৬ অক্টোবর থেকে বঙ্গ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।