গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

0

ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামী বক্কার শেখের বিরুদ্ধে। হত্যার ঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ ৬ জনের নামে গৃহবধূর বাবা আজিজার মোল্যা থানায় লিখিত অভিযোগ দিলে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে হত্যা মামলা নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ৫। 

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে আবু বক্কার শেখ (৩৮) পাশের রুপাপাত ইউনিয়নের মোড়া গ্রামের আজিজার মোল্যার মেয়ে জেসমিনকে (৩০) গত ১৫ বছর আগে বিয়ে করে। ১৫ বছরের সংসারে তাদের ১২ বছরের একটি ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

গত ১ অক্টোবর রবিবার সকালে গৃহবধূর স্বামী তার বাবার পরিবারকে খবর দেয় তাদের মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা আজিজার মোল্যাসহ পরিবারের লোকজন এসে দেখে মেয়ের গলায় রশি পেচানো অবস্থায় পড়ে আছে ঘরের মেজোতে।

খবর পেয়ে ডহরনগর ফাঁড়ির উপপরিদর্শক আসলাম লাশ ঘরের মেঝ থেকে উদ্ধার করে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরো বলেন, গৃহবধূর গলায় রশি অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কান দিয়ে রক্ত পড়ছিল বলে জানান।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গৃহবধূর বাবার লিখিত অভিযোগে গৃহবধূর স্বামী বক্কার শেখকে প্রধান আসামিসহ ৬ জনের নামে নিয়মিত হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here