মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে ৭ জনের প্রাণহানি

0

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টা ৫ মিনিটে গোরেগাঁওয়ের এমজি রোডস্থ জয় ভবানী বিল্ডিং নামক ছয়তলা ভবনটিতে আগুন লাগে।

আহতদের মধ্যে ২৫ জনকে এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৫ জন স্থানীয় কুপার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।  

মুম্বাইয়ের দমকল কর্তা রবীন্দ্র অম্বুলগেকর জানান, আগুন লেগে তা নিচতলার দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থে আগুনের লেলিহান শিখা ওপরের তলাগুলোতে দ্রুত পৌঁছে যায়। ভবনের নিচে দাঁড় করানো একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। ওপরের তলায় বহু মানুষ আটকে পড়ে।  

তিনি বলেন, ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না। লিফটও ছিল বহু পুরোনো। লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলাগুলিতে বিষাক্ত ধোঁয়া চলে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। আগুনের সূত্রপাত বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সূত্র : এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here