আমবাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

0

নাটোরের বাগাতিপাড়ার এক আমবাগান থেকে মাহফুজ আহমেদ (২০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুজ উপজেলার চকগোয়াস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার জামনগর দেবনগর এলাকার এক আম বাগান থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।  বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। পুলিশ এ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here