বরাবরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকদিন আগেই এক বাণিজ্যিক সম্মেলনে দেশীয় গাড়ি ব্যবহার প্রসঙ্গে মোদীর প্রশংসা করেন তিনি। আবারো ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন পুতিন। বললেন, “মোদী খুব বুদ্ধিমান।”
মোদীকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “মোদীর সঙ্গে আমাদের খুব ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি খুবই জ্ঞানী মানুষ। তার নেতৃত্বে ভারত অনেক উন্নয়ন করছে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। ভারত ও রাশিয়া উভয়ের জন্যই অনুকূল বিষয় এটা।”