যে কারণে হোয়াইট হাউজ থেকে সরানো হল বাইডেনের কুকুরটিকে

0

এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুরটিকে হোয়াইট হাউজ থেকে সরিয়ে ফেলা হয়েছে। ধারাবাহিকভাবে কয়েক জনকে কামড়ানোর ঘটনায় কুকুরটিকে সরিয়ে ফেলা হয়।

জানা যায়, হোয়াইট হাউজের কর্মী ও মার্কিন সিক্রেট সার্ভিসের কয়েকজন কর্মকর্তাকে কামড়িয়েছে কুকুরটি। ফার্স্ট লেডি জিল বাইডেনের এক মুখপাত্রও কুকুরটির কামড় থেকে রেহাই পায়নি।

আলেক্সান্ডার জানান, কমান্ডার নামের কুকুরটি আর হোয়াইট হাউজে নেই। তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ মূল্যায়ন করা হচ্ছে। 

পাশাপাশি বাইডেন ও জিল কুকুরটির আক্রমণের শিকার কর্মীদের খোঁজ খবর রাখছেন বলেও নিশ্চিত করা হয়েছে ওই ঘোষণায়। 

তবে দুই বছর বয়সী জার্মান শেফার্ড কুকুরটি বর্তমানে কোথায় রয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here