৫ বছর পর শ্রীদেবীর মৃত্যু রহস্য নিয়ে মুখ খুললেন বনি কাপুর

0

এক সময়ের বলিউড হার্টথ্রব শ্রীদেবী নেই পাঁচ বছর পেরিয়ে গেছে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে হোটেলের বাথটব থেকে উদ্ধার হয় এ অভিনেত্রীর নিথর দেহ। এ ঘটনা নিয়ে তোলপাড় হয় গোটা ভারত। আজও শ্রীদেবীর মৃত্যু রহস্য উন্মোচন হয়নি। এবার সেই ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তার স্বামী পরিচালক বনি কাপুর।

কারণ তখন শ্রীদেবীর মৃত্যুর পর অনেকেই আঙুল তুলেছেন অভিনেতা বনি কাপুরের দিকে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে প্রশ্ন উঠেছে যে, শ্রীদেবীর মৃত্যু কি দুর্ঘটনা, স্বাভাবিক নাকি তাকে খুন করা হয়েছিল। আবার অনেকেই দাবি করেন, জাহ্নবী কাপুরকে নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে অনেকটা তাড়াতাড়ি করে বিয়ে করতে হয়েছিল শ্রীদেবী ও বনিকে। কিন্তু আসলেই কি তাই?

এছাড়া স্ত্রী শ্রীদেবীর আধ্যাত্মিকতার প্রতি যে টান রয়েছে, সে কথাও বলেন বলি তারকা বনি। তিনি বলেন, শ্রীদেবী হোব বা সুনিতা (ভাই অনিল কাপুরের স্ত্রী), আমি বা অনিল কিংবা আমার মেয়ে জাহ্নবী, আমরা সবাই ঈশ্বরে বিশ্বাসী। শ্রীদেবী তার প্রতিটি জন্মদিনে তিরুপথি মন্দিরে হেঁটে পূজা দিতে যেতেন। আমি যখনই কোনো সমস্যায় পড়তাম, সে জুহু থেকে সিদ্ধি বিনায়ক পর্যন্ত খালি পায়ে হেঁটে যেতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here