হঠাৎ কেন মেজাজ হারালেন রোহিত?

0

১০ বছর ধরে কোন বড় প্রতিযোগিতা জিততে পারেনি ভারত। এবার নিজেদের দেশে রোহিত শর্মারা বিশ্বকাপ জিতবেন এমনটাই আশা করেছেন সমর্থকেরা। কিন্তু সমর্থকেরা চাইলেই বিশ্বকাপ জেতা হয়ে যায় না, এমনটাই মনে করেন রোহিত। ভারত অধিনায়কের মতে, তারা চেষ্টা করবেন। কিন্তু জিতবেনই, এ কথা বলতে পারবেন না। বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারাতে দেখা গেল রোহিতকে।

বৃহস্পতিবার থেকে শুরু বিশ্বকাপ। তার আগে একটি সাক্ষাৎকারে রোহিতকে প্রশ্ন করা হয়, ‘সমর্থকেরা চাইছেন ভারত বিশ্বকাপ জিতুক। রোহিতেরা কি নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী?’ জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘‘মানুষের চাওয়া তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সমর্থকেরা চাইতেই পারেন। তারা দলের জয় চাইবেন সেটাই স্বাভাবিক। আমরা যে প্রতিযোগিতাতেই খেলতে নামি, সেখানে ট্রফি জেতার দাবিদার হয়ে উঠি। কিন্তু সমর্থকেরা চাইলেও তো আর বিশ্বকাপ জেতা হয়ে যাচ্ছে না।’’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here