হাড্ডাহাড্ডি লড়াই শেষে আত্মঘাতী গোলে রিয়ালের জয়

0

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ-নাপোলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে শেষ হাসি হেসেছে লস ব্লাঙ্কোসরা। নাপোলির মাঠে  ৩-২ ব্যবধানে ম্যাচটি জেতে কার্লো আনচেলত্তির দল।

ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে দুই দল। ১৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন লিও অস্ট্রিগার্ড। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ২৭ মিনিটে বেলিংহামের বাড়ানো বল বক্স থেকে প্লেসিং শটে জালে পাঠান ভিনিসিয়াস। ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন বেলিংহাম। কামাভিঙ্গা থেকে পাওয়া বল বক্সে নিয়ে চার নাপোলি ফুটবলারকে কাটিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ইংলিশ এই মিডফিল্ডার। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। 

এই জয়ে ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে তার পরেই আছে নাপোলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here