গোপালগঞ্জে জমজমাট পালাগানের আসর

0

গোপালগঞ্জে গণজাগরণের পালাগানের জমজমাট আসর বসেছিল শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার রাতে পালাগানের ব্যবস্থা করে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার রাত ৮টায় শুরু হয়ে পালাগান চলে রাত ১১টা পর্যন্ত। শরিয়ত-মারফত বিষয়ক পালাগান পরিবেশন করেন রাজ্জাক দেওয়ান ও নাসিমা দেওয়ান।

গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১৪০টি পালাগানের দলের পরিবেশনায় ৬৪টি জেলায় ‘গণজাগরণের পালাগান উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের ব্যবস্থাপনায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হলো পালাগান শরিয়ত-মারফত পালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here