উড়তে থাকা আর্সেনালকে থামালো লাঁসে

0

গত জুলাইয়ে সবশেষ হেরেছিল আর্সেনাল। সেটাও ছিল প্রীতি ম্যাচে। এরপর টানা ১২ ম্যাচ ধরে কোনো হার ছিল না গানার্সদের। সেই ধারা ভাঙল লাঁসে। চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাবটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

লাঁসের বিপক্ষে গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু জয় গেছে লাঁসের ঘরে। আর্সেনালের জালে গোল দিয়েছেন আদ্রিয়েন থমাসন ও ইলে ওয়াহি।

৬৯ মিনিটে ইলে ওয়াহি গোল করলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় লাঁসের। আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। অন্যদিকে আর্সেনাল আগের ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল পিএসভি এইন্দহোভেনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here