বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, আমাদের আন্দোলনের একটি মাত্র লক্ষ্য- এই সরকারের পতন। এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না।
মঙ্গলবার এক দফা দাবিতে শরীয়তপুরে বিএনপির রোড মার্চের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় প্রতিকূল আবহাওয়ার মধ্যদিয়ে হাজার হাজার মানুষ কর্মসূচিতে অংশ নেয়ায় ধন্যবাদ জানান তিনি।
এর আগে বেলা ১১টায় রাজবাড়ী থেকে রোড মার্চ শুরু হয়ে শরীয়তপুরে পৌঁছায় রাত ৯টার দিকে। এদিকে দুপুরের পর থেকেই রোড মার্চের সমাপনী অনুষ্ঠান স্থল শরীয়তপুর স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ঢল নামে। কয়েক দফা বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচি সফল করেন তারা।
শরীয়তপুর জেলা সভাপতি সফিকুর রহমান কিরণের সভাপতিত্বে শরীয়তপুর স্টেডিয়ামে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওয়ায়েদসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার নাসির উদ্দিন কালু।