সেলেনার জন্য যা করলেন মেসি

0

লিওনেল মেসির খেলা দেখতে এসে রিঅ্যাকশন দিয়ে ভাইরাল হয়েছিলেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। এবার সেই মেসির মুগ্ধতাতেই আবারো বন্দী হয়েছেন জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা। 

এবার মেসি সেলেনাকে আরো চমকে দিয়েছেন। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী মেসি এবার মার্কিন গায়িকার সেলেনা গোমেজ ফাউন্ডেশনে দান করেছেন। মেসি তার একটি সই করা জার্সি সেলেনার ফাউন্ডেশনে দিয়েছেন।

জানা গেছে, নিলামে মেসির এই জার্সিটির ভিত্তিমূল্য রাখা হয়েছে ৬ হাজার ডলার। অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম। আয়োজকদের ধারণা, ভিত্তি মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হবে মেসির জার্সিটি। আর এখান থেকে পাওয়া অর্থ সেলেনা ব্যয় করবেন তরুণদের মানসিক স্বাস্থ্য সেবার পেছনে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here