ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান শিগগিরই বদলিজনিত কারণে মালয়েশিয়া যাবেন। এর পরিপ্রেক্ষিতে বরগুনা জেলা সমিতি ইতালির নেতৃবৃন্দ রাষ্ট্রদূত শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় রোম এবং মিলানে দূতাবাসের সেবার মান বৃদ্ধিসহ নানা প্রশংসনীয় কর্মকাণ্ডে অবদান রাখায় শামীম আহসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।