বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেটের আইন প্রণেতা হিসেবে পরিচিত এমসিসি সুপারিশ করেছিল, ২০২৭ বিশ্বকাপের পর ছেলেদের ক্রিকেটে ওয়ানডে সিরিজের সংখ্যা কমিয়ে আনার। তবে এবার আরও ভয়ঙ্কর প্রস্তাব দিলেন এমসিসির নতুন সভাপতি মার্ক নিকোলাস।
ক্রিকেট বিষয়ে সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নিকোলাস বলেছেন, ‘আমরা জোরালোভাবে বিশ্বাস করি, ওয়ানডে শুধু বিশ্বকাপেই খেলা উচিত। এই সংস্করণের সার্থকতার জন্য দ্বিপক্ষীয় সিরিজগুলো কঠিন হয়ে উঠছে। অনেক দেশেই গ্যালারি ভরছে না। আর এখন টি-টোয়েন্টির ক্ষমতাও অতিমানবীয়।’
নিকোলাস বলেন, ‘এখন অনেকেই ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়। প্রচুর দেশ টুর্নামেন্ট আয়োজন করতে চায়। প্রচুর খেলোয়াড় বৈশ্বিকভাবে আলোচনায় থাকতে চায়। এই মুক্তবাজারে যার টাকা বেশি, সেই জিতবে। আর পার্থক্যটা এখানেই। খেলোয়াড়েরাও এই বাজারের অংশ হতে চায়—এটাই টি-টোয়েন্টির অসাধারণ ক্ষমতা। আর এর পাশাপাশি ৫০ ওভারের সংস্করণও চালিয়ে গেলে সেটি ওয়ানডে ক্রিকেটকে মৃত্যুর দিকেই ঠেলে দেবে।’