রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজার মানুষ সামরিক বাহিনীতে প্রবেশ করেছে। রুশ সশস্ত্র বাহিনী বা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে চুক্তির মাধ্যমে তারা বাহিনীতে প্রবেশ করেছে।
রাশিয়ার রাষ্ট্রসমর্থিত বার্তা সংস্থা আরআইএ শোইগুকে উদ্ধৃত করে জানিয়েছে, শুধু সেপ্টেম্বর মাসেই ৫০ হাজার মানুষ স্বাক্ষর করেছে।