গাজীপুরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আরিফ হোসেন (১৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আরিফ হোসেন। সোমবার দিবাগত গভীর রাতে সিটি করপোরেশনের দিঘিরচালা এলাকায় স্থানীয় এক তরুণের সঙ্গে টাকা ভাগাভাগি নিয়ে বাগবিদণ্ডা হয় তার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই তরুণ ধারালো অস্ত্র দিয়ে আরিফকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আরিফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহত তরুণের লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়।