নাটোরের গুরুদাসপুর উপজেলায় গৃহবধূ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত আড়াইটার দিকে গুরুদাসপুরের সীমান্তবর্তী এলাকা পাবনা জেলার চাটমোহর থানাধীন ছাইকোলা মিলনচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- একই উপজেলার মশিন্দা বাহাদুর পাড়ার মৃত শওকত আলীর ছেলে ইউসুফ প্রাং (৬০) এবং ইউসুফ আলীর ছেলে শিপন প্রাং (২০)। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার।