আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

0

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাত্র ২৪ রান করলেই নতুন আরেকটি মাইলফলকে পা রাখবেন। এর আগে এ রেকর্ডে পা রেখেছিলেন তামিম ইকবাল। তিনি আট হাজার ১৪৩ সংগ্রহ করেছিলেন।

এর পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের (৬৯৭৬ রান) ক্লাবে নাম লেখাবেন এ অলরাউন্ডার। এদিকে একই মাইলফলক গড়তে আরও ৯৯ রান দরকার মুশফিকুর রহিমের (৬৯০১)।

বাংলাদেশ যে ইংল্যান্ড দলকে ৩-০ ব্যবধানে কিছুদিন আগে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে সেই দলটিকে বিশ্বকাপে একমাত্র হারিয়েছে এই আয়ারল্যান্ডই। পূর্ণাঙ্গ এই সিরিজের পথচলা শুরু হচ্ছে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও শেষ ওয়ানডের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এরপর টি-টোয়েন্টিতে স্রেফ আধিপত্য বিস্তার। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here