শান্ত-মিরাজে মুগ্ধ হার্শা ভোগলে

0

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। দু’দিন পর হবে উদ্বোধনী ম্যাচ। মাঠের খেলা শুরুর আগে এখন চলছে কথার বিশ্লেষণ। কার চোখে কে এগিয়ে, কে নজর কাড়বেন এবারের ইভেন্টে, এসবই এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার বিষয়। মন্তব্য আর বিশ্লেষণের এই তালিকায় আছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। টুর্নামেন্ট শুরুর দু’দিন আগে তার মুখে শোনা গেল বাংলাদেশ নিয়ে প্রশংসা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আগেই তার প্রিয় খেলোয়াড়। এবার তাতে যুক্ত হলো নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের নাম।  

হার্শার মতে বাংলাদেশের এই দুই ক্রিকেটার হতে পারেন বিশ্বকাপে ভাল করার কারিগর, ‘ক্রিকেট–বিশ্বে সবাই শান্ততে (নাজমুলে) মুগ্ধ। ওপেনিংয়ে কিংবা তিনে খেলায় সে নিজের সামর্থ্য ধীরে ধীরে বাড়াচ্ছে। সে হঠাৎ করেই বড় হয়ে উঠেছে এমনটা কিন্তু নয়। বাংলাদেশে প্রতিভার ঝলক ঘটিয়ে অকালে ঝরে যাওয়া খেলোয়াড়দের মতো নয়, সে ধীরে ধীরে বড় কিছু হয়ে উঠেছে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ওপর থেকে সে চাপ কমাতে পারলে দলের জন্যই ভালো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here