স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া এলাকার একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন। থিয়েটার নামের ওই নৈশক্লাবে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
লা ভারদাদ দে মুরসিয়া সংবাদপত্রের বরাতে বিবিসি জানায়, আগুন লাগার সময় ২৮ বছর বয়সী এক তরুণী তার মাকে ভয়েস নোট পাঠায়। সেখানে বলে, ‘মা, আমি তোমাকে ভালোবাসি, আমরা মারা যাচ্ছি।’ ওই তরুণীর বাবা জাইরো বলেন, ‘সে দ্বিতীয়বারের মতো ক্লাবে গিয়েছিল।
পুলিশ জানিয়েছে, ১৪ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে- মৃতের সংখ্যা আরও বাড়বে।
স্থানীয় মেয়র জস ব্যালেস্তা তিন দিনের শোক ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান উদ্ধারকাজে অংশ নেয়।