সিঙ্গাপুরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

0

সিঙ্গাপুর রেডক্রস সোসাইটির সহযোগীতায় প্রতি বছরের মত এবারও সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) সিঙ্গাপুর হেলথ সাইন্স অথরিটির ব্লাড ব্যাংকে রক্তদান কর্মসূচির আয়োজন করে। রবিবার সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

রক্তদান কর্মসূচিতে সিঙ্গাপুরে বসবাসরত  প্রবাসী বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদানকারীর সংখ্যা ৭০ ছাড়িয়ে গেছে। রক্তদান করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে শতাধিক প্রবাসী।
রক্তদান কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসবিএস এর ওয়েলফেয়ার সেক্রেটারি মো. মহসিন মিয়া  এবং রাকিব হাসানসহ এসবিএস এর সকল সদস্য। 

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) এর কর্মকর্তারা জানিয়েছেন ভবিষ্যতেও রক্তদান কর্মসূচি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here