সুড়ঙ্গ খুঁড়ে স্বর্ণের দোকানে চুরি

0

মাগুরা শহরের পুরাতন বাজারে বৈদ্যনাথ জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানে সুড়ঙ্গ খুঁড়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৌনে নয়টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনা জানতে পেরে বৈদ্যনাথ জুয়েলার্সের ওই দোকানে গেছে পুলিশ। সদস্যরা ঘটনার তদন্ত করছেন। এ চুরির ঘটনায় কত পরিমাণ ক্ষতি হয়েছে, এখনও নির্ধারিত হয়নি।

বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস গণমাধ্যমকে জানান, তিনি গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দোকান বন্ধ ছিল। তার দোকানের পাশের দোকানটি কাছ থেকে চোরের দল সুড়ঙ্গ খোঁড়ে। মাটির নিচ থেকে ৫ থেকে ৬ ফুট সুড়ঙ্গ খুঁড়ে তারা। চোরেরা পরে কংক্রিটের মেঝে ভেঙে দোকানে প্রবেশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here