ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

0

ময়মনসিংহের তারাকান্দায় ১২০ পিস ইয়াবাসহ মাজেদা আক্তার (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বেলা ২টার দিকে তাকে আটক করা হয়। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেলের দিক নির্দেশনায় এসআই কুমুদলালের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এএসআই সুজন সরকার ও এএস আই রুবেল মিয়া তার সাথে ছিলেন। মাজেদা তারাকান্দা উপজেলার লালমা গ্রামের আজিজুল হকের স্ত্রী।

এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল বলেন, বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আজ রবিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া  আসামী মাজেদার স্বামীও মাদক মামলায় জেল হাজতে আটক আছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here